Ajker Patrika

কিয়ারা–কৃতির পর ডনের ‘রোমা’ চরিত্রে এবার আলোচনায় দীপিকা

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০: ০৬
কিয়ারা–কৃতির পর ডনের ‘রোমা’ চরিত্রে এবার আলোচনায় দীপিকা

বলিউডের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল ‘ডন থ্রি’-তে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার। রণবীর চূড়ান্ত হলেও এবার জল্পনা শুরু হয়েছে ডনের ‘রোমা’ চরিত্র নিয়ে। প্রতিদিনই বলিউড পাড়ায় আসছে রোমা নিয়ে নতুন নতুন তথ্য।

কখনো শোনা যাচ্ছে কিয়ারা আদভানি, আবার কখনোবা কৃতি শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে।

‘ডন থ্রি’ তে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিংদিন কয়েক আগেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনার সূত্রপাত, বোধ হয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। তবে তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতি শ্যানন।

কিন্তু এই দুই অভিনেত্রীর অন্তর্ভুক্তির সংবাদ মনে ধরেনি ভক্তদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে জানিয়েছেন রোমার চরিত্রে কৃতি কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে গতকাল রোববার বলিউড পাড়ায় ফাঁস হলো নতুন খবর।

কানাঘুষা শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে তুরুপের তাস হিসেবে রোমার ভূমিকায় দীপিকার কথাই ভাবছেন নির্মাতারা। রোমার চরিত্রের জন্য যে ধরনের অ্যাকশন দৃশ্যের শুট করতে হবে, তা অ্যাথলেট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা। এ ছাড়া রোমা চরিত্রে দীপিকার গড়নও দারুণ মানাবে বলে মনে করেন নেটিজেনরা।

উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বানশালির সিনেমাতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবির খানের ‘৮৩’-তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’-এর টিমে দীপিকা যোগ দিলে এই পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। তা ছাড়া দীপিকাকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত