কেমন আছে অস্ত্রোপচারে জোড়া পেট আলাদা করা মণি-মুক্তা
জন্মের পরপরই তোলা ছবি দেখে বুঝেছি, আমরা দুই বোন স্বাভাবিক ছিলাম না। চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে আজ সুস্থ জীবনযাপন করছি। আমাদের ইচ্ছা চিকিৎসক হয়ে অসুস্থ ও অসহায় মানুষের সেবা করতে চাই। এসব কথা বলে, দিনাজপুরে পেটে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া মনি ও মুক্তা।