Ajker Patrika

দিনাজপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের সময় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার রামসাগরের নিকটবর্তী নওশনদিঘি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার শুভ মেরাজ ও উপশহর ৪ নম্বর এলাকার তারেক।

দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, রাত ১০টার দিকে দুই যুবক একটি ইজিবাইক ভাড়া নিয়ে ঘুঘুডাঙ্গা যাওয়ার কথা বলে রামসাগরের দিকে যান। তাঁরা রামসাগরের দক্ষিণে ঈদগাহের পাশে ইজিবাইকচালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ সময় ইজিবাইকচালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দুই ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করে দুজনকে পিটুনি দেয়। এরপর গুরুতর অবস্থায় ইজিবাইকচালকসহ তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত