নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৫ আগস্ট সরকারের পদত্যাগের পর দিনাজপুরে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা।
বিলের পাড়ের প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স, পর্যটকদের বসার ছাউনীসহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গেছে। এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা।
উদ্যানে নাগরদোলা ও চরকির মালিক নবী নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট বিকেলে খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিলে এসে দেখি তার একটি চরকি ভাঙচুর ও একটি দোলনা নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র ও টিনের চালা নিয়ে যায় তারা।
কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী জানান, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি তার, একসঙ্গে ৫০ / ৬০ জন লোক দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তার চোখের সামনে। কিছুই করতে পারেননি তিনি। শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাটের অভিযোগ করেন।
এদিকে লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে। চার উপজেলার মানুষের বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটে। কিন্তু লুটপাটের পর এখানে কেউ আসছেন না।
নাম প্রকাশ না করার শর্তে এক দর্শনার্থী বলেন, ‘বিলের পার্শ্ববর্তী বাসটেক এলাকার বেশ কিছু ব্যক্তি দল বেঁধে এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। সেখানে থাকা মসজিদের টিন আসবাবপত্রও নিয়ে যান তারা। বর্তমানে নৌকা যোগে কাঠের সেতুর খুঁটি কেটে নিয়ে যাচ্ছে। ৫ / ৬ দিন হয়ে গেলেও প্রশাসনের কেউ আসেনি।’
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের খবর পেয়েছি, উদ্ভূত পরিস্থিতিতে জনবল সংকটের কারণে তাৎক্ষণিক আমরা যেতে পারিনি।
আজ উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’ খুব শিগগিরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
৫ আগস্ট সরকারের পদত্যাগের পর দিনাজপুরে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা।
বিলের পাড়ের প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স, পর্যটকদের বসার ছাউনীসহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গেছে। এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা।
উদ্যানে নাগরদোলা ও চরকির মালিক নবী নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট বিকেলে খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিলে এসে দেখি তার একটি চরকি ভাঙচুর ও একটি দোলনা নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র ও টিনের চালা নিয়ে যায় তারা।
কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী জানান, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি তার, একসঙ্গে ৫০ / ৬০ জন লোক দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তার চোখের সামনে। কিছুই করতে পারেননি তিনি। শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাটের অভিযোগ করেন।
এদিকে লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে। চার উপজেলার মানুষের বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটে। কিন্তু লুটপাটের পর এখানে কেউ আসছেন না।
নাম প্রকাশ না করার শর্তে এক দর্শনার্থী বলেন, ‘বিলের পার্শ্ববর্তী বাসটেক এলাকার বেশ কিছু ব্যক্তি দল বেঁধে এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। সেখানে থাকা মসজিদের টিন আসবাবপত্রও নিয়ে যান তারা। বর্তমানে নৌকা যোগে কাঠের সেতুর খুঁটি কেটে নিয়ে যাচ্ছে। ৫ / ৬ দিন হয়ে গেলেও প্রশাসনের কেউ আসেনি।’
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের খবর পেয়েছি, উদ্ভূত পরিস্থিতিতে জনবল সংকটের কারণে তাৎক্ষণিক আমরা যেতে পারিনি।
আজ উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’ খুব শিগগিরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১ ঘণ্টা আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
২ ঘণ্টা আগে