মেসির গোল না পাওয়া ম্যাচে পিএসজির কষ্টার্জিত জয়
লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে আর নেইমারকে নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের আক্রমণভাগ। এই লাইনআপ নিয়েও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে পিএসজিকে। লিগ ওয়ানে গতকাল রাতে লিওঁর বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলের জয়ে মান বাঁচিয়েছে ফরাসি জায়ান্টরা।