ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৯ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১১ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৫ ঘণ্টা আগে