ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে