Ajker Patrika

মেসি-মারিয়ারা এখন তাঁদের জন্মশহর রোজারিওতে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৪: ১৫
মেসি-মারিয়ারা এখন তাঁদের জন্মশহর রোজারিওতে

বুয়েনস এইরেসে প্রায় ৫০ লাখ মানুষের সঙ্গে বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষে নিজ নিজ ঘরে ফিরছেন আর্জেন্টিনার ফুটবলাররা। রাজধানীর উদ্‌যাপন শেষের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ফুটবলারদের জন্মস্থানের উদ্‌যাপন। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করতে উৎসবে পরিণত হয়েছে জন্মশহরও।

রোজারিও প্রস্তুত ছিল তাদের দুই সোনার সন্তান লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে বরণ করতে। হেলিকপ্টারে করে দুজনে পৌঁছান শহরটির গলফ কোর্স কেনটাকিতে। তাঁদের স্বাগত জানাতে প্রচুর মানুষ এসেছিল স্থানটিতে। কেনটাকিতে দুজনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁদের সাবেক সতীর্থ কিলি গনজালেজ।

বিশ্বকাপ শিরোপাজয়ের জন্য যাঁরা ধন্যবাদ জানাতে এসেছিলেন তাঁদের সঙ্গে ছবি তোলেন মেসি-দি মারিয়ারা। এরপর তাঁরা বাড়ির উদ্দেশে স্থান ত্যাগ করেন। বাড়িতেও তাঁদের স্বাগত জানাতে বহু সমর্থক এসেছিলেন। পরিবার-আত্মীয়স্বজনের সঙ্গে এখন স্মরণীয় মুহূর্তটি উপভোগ করবেন তাঁরা। তবে খুব বেশি সময় উপভোগ করতে পারবেন না। ক্লাব ফুটবলের জন্য নিজ নিজ ক্লাবে দ্রুতই ফিরতে হবে তাঁদের।

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ায় ভীষণ খুশি সান্ত ফের মেয়র পাবলো জাভকিন। সিএনএনকে তিনি বলেছেন, ‘আমরা খুশি, গতকালের দিনটি ছিল বিস্ময়কর। মনে করি, রোজারিওর ইতিহাসে এটি ছিল সংহতির বৃহত্তম স্মৃতিস্তম্ভ। আমরা জানি যে তারা এখানে পরে আসবে। আমরা বলতে চাই যে আমরা ফুটবলের বিশ্ব রাজধানী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত