ক্রীড়া ডেস্ক
বড় টুর্নামেন্টের ফাইনালে চাপ নিতে না পারার অভিযোগ আছে তাঁকে নিয়ে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের আগে চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ২৯ মিনিটে। শতবর্ষীয় কোপার ফাইনালেও তাঁকে উঠিয়ে নেওয়া হয় ৫৭ মিনিটে। সেই আনহেল দি মারিয়ায় যেন এবার সব দায় একসঙ্গে শোধালেন।
২৮ বছর পর আর্জেন্টিনার আন্তর্জাতিক শিরোপা জয়ে কাঙ্ক্ষিত গোলটি যে দি মারিয়ার পা থেকেই এসেছে। এই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। মেসির হাতে প্রথম আন্তর্জাতিক শিরোপা তুলে দিতে এ দিন সবচেয়ে বড় ম্যাজিকটা দেখালেন দি মারিয়াই।
মাঝের দুঃখের গল্পগুলো বাদ দিলে ফিরে যাওয়া যেতে পারে ২০০৮ সালের অলিম্পিক ফাইনালে। সেদিনও আজকের মতো চিপ থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মারিয়া। আজ একই ঘটনার পুনরাবৃত্তিই করলেন মারাকানায়।
দি পলের লম্বা করে বাড়ানো পাসটি অবশ্য দি মারিয়া পর্যন্ত না–ও আসতে পারত। সামনে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির বাজে ডিফেন্সে বলটি পেয়ে যান দি মারিয়া। তবে যেভাবে ফিনিশ করেছেন তা অনেক দিন মনে রাখার মতো। এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনকে বোকা বানিয়ে আলতো চিপে বল তুলে দেন তাঁর মাথার ওপর। এই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর আর গোল না পেলেও ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন পিএসজি তারকা দি মারিয়া। ২৯ মিনিটে আরও একবার বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন ব্রাজিলের রক্ষণে। তবে অল্পের জন্য গোলের দেখা পাননি। ডান প্রান্তে দি মারিয়া যখনই বল পেয়েছেন বিপদ তৈরি করেছেন ব্রাজিলের জন্য। এমনকি মার্কারকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করে রেখেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
এই জয়ে এখন নিশ্চয় স্বস্তি ফিরবে দি মারিয়ার মনে। ভুলতে পারবেন হতাশায় মাঠ ছেড়ে যাওয়ার গল্পগুলোও। লম্বা সময় পর পাওয়া গোলটিও আর্জেন্টাইন–সমর্থকদের মনে থেকে যাবে অনেক দিন। প্রথমত এ গোলটিই বহু বছরের অধরা স্বপ্ন পূরণ করেছে। পাশাপাশি ফিনিশিংয়ের সৌন্দর্যেও গোলটি মনে রাখার মতো।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত দি মারিয়া বলেছেন, ‘আমরা অনেক স্বপ্ন দেখেছি, এটা অর্জনের জন্য অনেক লড়াই করেছি। এটা কখনো ভোলার নয়। মেসি আমাকে ধন্যবাদ দিয়েছে, আমিও তাকে ধন্যবাদ দিয়েছি। সে বলেছিল, এই ফাইনাল আমার হতে পারে। একটি ফাইনালে আমি খেলতে পারিনি, এটা তার প্রতিশোধ নেওয়ার সুযোগ হতে পারে। আজ এটা হয়েছে।’
বড় টুর্নামেন্টের ফাইনালে চাপ নিতে না পারার অভিযোগ আছে তাঁকে নিয়ে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের আগে চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ২৯ মিনিটে। শতবর্ষীয় কোপার ফাইনালেও তাঁকে উঠিয়ে নেওয়া হয় ৫৭ মিনিটে। সেই আনহেল দি মারিয়ায় যেন এবার সব দায় একসঙ্গে শোধালেন।
২৮ বছর পর আর্জেন্টিনার আন্তর্জাতিক শিরোপা জয়ে কাঙ্ক্ষিত গোলটি যে দি মারিয়ার পা থেকেই এসেছে। এই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। মেসির হাতে প্রথম আন্তর্জাতিক শিরোপা তুলে দিতে এ দিন সবচেয়ে বড় ম্যাজিকটা দেখালেন দি মারিয়াই।
মাঝের দুঃখের গল্পগুলো বাদ দিলে ফিরে যাওয়া যেতে পারে ২০০৮ সালের অলিম্পিক ফাইনালে। সেদিনও আজকের মতো চিপ থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মারিয়া। আজ একই ঘটনার পুনরাবৃত্তিই করলেন মারাকানায়।
দি পলের লম্বা করে বাড়ানো পাসটি অবশ্য দি মারিয়া পর্যন্ত না–ও আসতে পারত। সামনে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির বাজে ডিফেন্সে বলটি পেয়ে যান দি মারিয়া। তবে যেভাবে ফিনিশ করেছেন তা অনেক দিন মনে রাখার মতো। এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনকে বোকা বানিয়ে আলতো চিপে বল তুলে দেন তাঁর মাথার ওপর। এই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর আর গোল না পেলেও ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন পিএসজি তারকা দি মারিয়া। ২৯ মিনিটে আরও একবার বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন ব্রাজিলের রক্ষণে। তবে অল্পের জন্য গোলের দেখা পাননি। ডান প্রান্তে দি মারিয়া যখনই বল পেয়েছেন বিপদ তৈরি করেছেন ব্রাজিলের জন্য। এমনকি মার্কারকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করে রেখেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
এই জয়ে এখন নিশ্চয় স্বস্তি ফিরবে দি মারিয়ার মনে। ভুলতে পারবেন হতাশায় মাঠ ছেড়ে যাওয়ার গল্পগুলোও। লম্বা সময় পর পাওয়া গোলটিও আর্জেন্টাইন–সমর্থকদের মনে থেকে যাবে অনেক দিন। প্রথমত এ গোলটিই বহু বছরের অধরা স্বপ্ন পূরণ করেছে। পাশাপাশি ফিনিশিংয়ের সৌন্দর্যেও গোলটি মনে রাখার মতো।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত দি মারিয়া বলেছেন, ‘আমরা অনেক স্বপ্ন দেখেছি, এটা অর্জনের জন্য অনেক লড়াই করেছি। এটা কখনো ভোলার নয়। মেসি আমাকে ধন্যবাদ দিয়েছে, আমিও তাকে ধন্যবাদ দিয়েছি। সে বলেছিল, এই ফাইনাল আমার হতে পারে। একটি ফাইনালে আমি খেলতে পারিনি, এটা তার প্রতিশোধ নেওয়ার সুযোগ হতে পারে। আজ এটা হয়েছে।’
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৫ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৯ ঘণ্টা আগে