নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ
এবার দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ কিছু করার লক্ষ্যে বাংলাদেশ কতটা মরিয়া, সেটি এরই মধ্যে প্রমাণ হয়েছে। ওয়ানডে সিরিজ তো জেতাই হয়েছে। বাংলাদেশ টেস্টেও যে ভালো করতে চায়, সেটি বোঝা গেল ওয়ানডে দলের সঙ্গেই শুধু টেস্ট দলের খেলোয়াড়দের উড়িয়ে নিয়ে যাওয়া এবং কেপটাউনে তাঁদের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা।