Ajker Patrika

দুই বলে দুই শিকার খালেদের, স্বপ্নের চেয়েও সুন্দর শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫: ০৯
দুই বলে দুই শিকার খালেদের, স্বপ্নের চেয়েও সুন্দর শুরু বাংলাদেশের

আশা জাগিয়েও ডারবান টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের হয়নি। দ্বিতীয় সেশন ভালো করলেও মধ্যাহ্নভোজ বিরতির আগে আর চা-বিরতির পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে ভুগতে হয়েছে সফরকারীদের।

শেষ সেশনে ৫৩ রানের জুটি গড়ে প্রোটিয়াদের বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনা।

আজ দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে হলে শুরুতেই উইকেট দরকার ছিল বাংলাদেশের। আরেক দফা সেই কাজটি করলেন খালেদ আহমেদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দিনের ষষ্ঠ ওভারে দুই উইকেট খুইয়েছে প্রোটিয়ারা। 

সেট ব্যাটার ভেরেইনাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পরের বলেই উইয়ান মুল্ডারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন খালেদ। নতুন বলে ২৯ বছর বয়সী পেসারের দ্যুতিতেই বাংলাদেশ আজ স্বপ্নের চেয়েও সুন্দর শুরু পেয়েছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। আগের দিনের সঙ্গে আর ১৪ রান যোগ করতে পেরেছে স্বাগতিকেরা। 

উইকেটে জমে যাওয়া প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে গতকালও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন খালেদ। এরপর ম্যাচে ফেরারও আভাস দিয়েছিল মুমিনুল হকের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত