পাটপণ্যের নান্দনিক মেলা
পাট দিয়ে তৈরি হরেক রকম পণ্যের মেলা বসেছে তেজগাঁও মণিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) চত্বরে। মেলায় রয়েছে ৩৩টি স্টল। স্টলগুলো পাটের তৈরি নানা পণ্যসামগ্রীতে ভরা। কী নেই সেখানে? পাটের তৈরি কাপড়, পর্দা, বিছানার চাদর, জুতা, কুশন, মাদুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন রয়েছে, তেমন ঘর