Ajker Patrika

চামড়াশিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ইতালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩: ১৭
চামড়াশিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ইতালি

দেশের চামড়াশিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে সংস্থাটির চেয়ারম্যান মোশতাক হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চামড়াশিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করতে সবুজ প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত।

বিসিক চেয়ারম্যান শিল্পনগরীগুলোর জন্য ইতালির বিনিয়োগ পেতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) কাজী সাখাওয়াত হোসেন, বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত