রিক্তা রিচি, ঢাকা
তেজগাঁও মণিপুরিপাড়ার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা। পাটপণ্যের প্রতি ভালোবাসা এবং পরিবেশবান্ধব পণ্য কিনতে এ মেলায় ভিড় জমাচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দেখা মিলছে স্কুল শিক্ষার্থীদেরও।
পাটের তৈরি বিভিন্ন পণ্য, যেমন শাড়ি, ওড়না, ফ্রক, ফ্লোর ম্যাট, পর্দা, টেবিলের রানার, ম্যাট, ঝুড়ি, টোট ব্যাগ, করপোরেট ব্যাগ, অফিস ফাইল, পয়সা রাখার ব্যাগ, মোবাইল ব্যাগ, বাজার ও টিফিন নেওয়ার ব্যাগ, বটুয়া ব্যাগ, পার্স, জুতা, চুড়ি, টিস্যু বক্স, শোপিস, ওয়াল হ্যাঙ্গার, চাবির রিং, কুশন কভার ইত্যাদি পাওয়া যাচ্ছে মেলায়।
খুলনা থেকে মেলায় অংশগ্রহণ করা প্রতিষ্ঠান ‘দলিত’ এর বিক্রেতা কবিতা সরকার জানান, পাট দিয়ে তৈরি তাঁদের পণ্যগুলো হলো, দোলনা, পর্দা, শিকা, ব্যাগ, জুতা, মানি ব্যাগ, ওয়ালম্যাট, পর্দার রিং, সাইড ব্যাগ, শপিং ব্যাগ, টিফিন ব্যাগ ইত্যাদি। দলিতের পণ্যগুলো কেনা যাবে ৬০ থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে।
কবিতা সরকার বলেন, ‘পাট পরিবেশবান্ধব পণ্য। অনেক অসহায় ও দরিদ্র নারী ঘরে বসে এই কাজগুলো করে থাকেন। তাঁদের থেকে কাজ করিয়ে আমরা দেশে ও দেশের বাইরে বিক্রি করি। এতে যেমন আয় হয়, তেমনি অসহায় ও দরিদ্র নারীরাও ঘরে বসে উপার্জন করতে পারেন।’
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী নাজমা আক্তার জানান, পাটের এ পণ্যগুলো দেখতে আকর্ষণীয়। এ পণ্যের ব্যবহার করে দেশীয় সংস্কৃতি রক্ষা করা যায়। এ মেলায় অনেক নান্দনিক পণ্যের সমাহার আছে বলে মনে করেন নাজমা আক্তার। তিনি জানান, জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে বলে সেগুলোর প্রতি মানুষের আগ্রহ আছে।
পাটপণ্য নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘প্রকৃতি’তে পাওয়া যাচ্ছে টেবিল রানার, হোগলা পাতা দিয়ে তৈরি ঘর, ওয়াল হ্যাঙ্গার, শোপিস ইত্যাদি। ‘রাহেলা জুট ক্র্যাফট’ এ আছে হ্যান্ড পার্স, বোট শেপের ব্যাগ, ত্রিভুজাকৃতি ব্যাগ, টিস্যু ব্যাগ, ক্যান হ্যান্ডেল ব্যাগ ইত্যাদি। এসব ব্যাগের মূল উপাদান পাট হলেও সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়েছে রিবন ওয়ার্ক। ফিতার মাধ্যমে পাটের ব্যাগে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যমুখী, গোলাপসহ বিভিন্ন নকশা। এ ব্যাগগুলো কেনা যাবে ২০০০ টাকার মধ্যে।
আনা ফ্যাশন বুটিকে পাওয়া যাচ্ছে পাটের তৈরি ফ্রক, জুট কটনের শাড়ি, গয়নার বাক্স, ব্যাগ, টেবিল ম্যাট, পার্স, বিভিন্ন নকশার ওয়াল হ্যাঙ্গার ইত্যাদি। আনা ফ্যাশন বুটিকের পণ্য কেনা যাবে ৪ হাজার টাকার মধ্যে। জারমার্টজে পাওয়া যাচ্ছে শিকা, টিফিন ব্যাগ, গয়নাসহ বিভিন্ন পণ্য। অন্যান্য দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে পাটের তৈরি টুপি, ব্যাগ প্যাক, ক্লাচ ব্যাগ ইত্যাদি। তবে প্রতিষ্ঠানভেদে ব্যাগের ডিজাইন ও নকশায় আছে ভিন্নতা। লেইস, টার্সেল, সুতা ও ফিতার কাজ ইত্যাদির মাধ্যমে নান্দনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
পাটের বিভিন্ন পণ্য শুধুমাত্র দেশে বিক্রয় হয়, তা নয়। দেশের বাইরেও সাড়া ফেলছে এগুলো। পাট পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এসপি হ্যান্ডিক্রাফটের ফাউন্ডার ও সিইও সোনিয়া আক্তার পুষ্প জানান, তাঁদের পণ্য অস্ট্রেলিয়া ও জার্মানিতে বিক্রি হয়।
এ মেলার সার্বিক কেনাকাটার অবস্থা কী জানতে চাইলে বিক্রেতারা জানান, সকাল ও দুপুরের দিকে মানুষ তুলনামূলক কম থাকলেও, দুপুরের পর থেকে রাত পর্যন্ত বেশ ভিড় হয়। বেচাকেনা ভালো হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ জাতীয় পাট দিবসে এ মেলা শুরু হয়। মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মেলা চলবে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা ৩৩টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।
তেজগাঁও মণিপুরিপাড়ার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা। পাটপণ্যের প্রতি ভালোবাসা এবং পরিবেশবান্ধব পণ্য কিনতে এ মেলায় ভিড় জমাচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দেখা মিলছে স্কুল শিক্ষার্থীদেরও।
পাটের তৈরি বিভিন্ন পণ্য, যেমন শাড়ি, ওড়না, ফ্রক, ফ্লোর ম্যাট, পর্দা, টেবিলের রানার, ম্যাট, ঝুড়ি, টোট ব্যাগ, করপোরেট ব্যাগ, অফিস ফাইল, পয়সা রাখার ব্যাগ, মোবাইল ব্যাগ, বাজার ও টিফিন নেওয়ার ব্যাগ, বটুয়া ব্যাগ, পার্স, জুতা, চুড়ি, টিস্যু বক্স, শোপিস, ওয়াল হ্যাঙ্গার, চাবির রিং, কুশন কভার ইত্যাদি পাওয়া যাচ্ছে মেলায়।
খুলনা থেকে মেলায় অংশগ্রহণ করা প্রতিষ্ঠান ‘দলিত’ এর বিক্রেতা কবিতা সরকার জানান, পাট দিয়ে তৈরি তাঁদের পণ্যগুলো হলো, দোলনা, পর্দা, শিকা, ব্যাগ, জুতা, মানি ব্যাগ, ওয়ালম্যাট, পর্দার রিং, সাইড ব্যাগ, শপিং ব্যাগ, টিফিন ব্যাগ ইত্যাদি। দলিতের পণ্যগুলো কেনা যাবে ৬০ থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে।
কবিতা সরকার বলেন, ‘পাট পরিবেশবান্ধব পণ্য। অনেক অসহায় ও দরিদ্র নারী ঘরে বসে এই কাজগুলো করে থাকেন। তাঁদের থেকে কাজ করিয়ে আমরা দেশে ও দেশের বাইরে বিক্রি করি। এতে যেমন আয় হয়, তেমনি অসহায় ও দরিদ্র নারীরাও ঘরে বসে উপার্জন করতে পারেন।’
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী নাজমা আক্তার জানান, পাটের এ পণ্যগুলো দেখতে আকর্ষণীয়। এ পণ্যের ব্যবহার করে দেশীয় সংস্কৃতি রক্ষা করা যায়। এ মেলায় অনেক নান্দনিক পণ্যের সমাহার আছে বলে মনে করেন নাজমা আক্তার। তিনি জানান, জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে বলে সেগুলোর প্রতি মানুষের আগ্রহ আছে।
পাটপণ্য নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘প্রকৃতি’তে পাওয়া যাচ্ছে টেবিল রানার, হোগলা পাতা দিয়ে তৈরি ঘর, ওয়াল হ্যাঙ্গার, শোপিস ইত্যাদি। ‘রাহেলা জুট ক্র্যাফট’ এ আছে হ্যান্ড পার্স, বোট শেপের ব্যাগ, ত্রিভুজাকৃতি ব্যাগ, টিস্যু ব্যাগ, ক্যান হ্যান্ডেল ব্যাগ ইত্যাদি। এসব ব্যাগের মূল উপাদান পাট হলেও সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়েছে রিবন ওয়ার্ক। ফিতার মাধ্যমে পাটের ব্যাগে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যমুখী, গোলাপসহ বিভিন্ন নকশা। এ ব্যাগগুলো কেনা যাবে ২০০০ টাকার মধ্যে।
আনা ফ্যাশন বুটিকে পাওয়া যাচ্ছে পাটের তৈরি ফ্রক, জুট কটনের শাড়ি, গয়নার বাক্স, ব্যাগ, টেবিল ম্যাট, পার্স, বিভিন্ন নকশার ওয়াল হ্যাঙ্গার ইত্যাদি। আনা ফ্যাশন বুটিকের পণ্য কেনা যাবে ৪ হাজার টাকার মধ্যে। জারমার্টজে পাওয়া যাচ্ছে শিকা, টিফিন ব্যাগ, গয়নাসহ বিভিন্ন পণ্য। অন্যান্য দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে পাটের তৈরি টুপি, ব্যাগ প্যাক, ক্লাচ ব্যাগ ইত্যাদি। তবে প্রতিষ্ঠানভেদে ব্যাগের ডিজাইন ও নকশায় আছে ভিন্নতা। লেইস, টার্সেল, সুতা ও ফিতার কাজ ইত্যাদির মাধ্যমে নান্দনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
পাটের বিভিন্ন পণ্য শুধুমাত্র দেশে বিক্রয় হয়, তা নয়। দেশের বাইরেও সাড়া ফেলছে এগুলো। পাট পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এসপি হ্যান্ডিক্রাফটের ফাউন্ডার ও সিইও সোনিয়া আক্তার পুষ্প জানান, তাঁদের পণ্য অস্ট্রেলিয়া ও জার্মানিতে বিক্রি হয়।
এ মেলার সার্বিক কেনাকাটার অবস্থা কী জানতে চাইলে বিক্রেতারা জানান, সকাল ও দুপুরের দিকে মানুষ তুলনামূলক কম থাকলেও, দুপুরের পর থেকে রাত পর্যন্ত বেশ ভিড় হয়। বেচাকেনা ভালো হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ জাতীয় পাট দিবসে এ মেলা শুরু হয়। মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মেলা চলবে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা ৩৩টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৭ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২২ মিনিট আগে