Ajker Patrika

পাটপণ্যের নান্দনিক মেলা

আরাফাত রহমান অভি, শেকৃবি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৬: ১১
পাটপণ্যের নান্দনিক মেলা

পাট দিয়ে তৈরি হরেক রকম পণ্যের মেলা বসেছে তেজগাঁও মণিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) চত্বরে। মেলায় রয়েছে ৩৩টি স্টল। স্টলগুলো পাটের তৈরি নানা পণ্যসামগ্রীতে ভরা। কী নেই সেখানে? পাটের তৈরি কাপড়, পর্দা, বিছানার চাদর, জুতা, কুশন, মাদুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন রয়েছে, তেমন ঘর সাজানোর নান্দনিক সব পণ্য স্থান পেয়েছে এবারের মেলায়।

জাতীয় পাট দিবসে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জেডিপিসির উদ্যোগে গতকাল রোববার শুরু হয়েছে তিন দিনব্যাপী এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। বহুমুখী পাটপণ্য এখন ২৮২টি। মেলায় রয়েছে প্রায় সব পণ্যের উপস্থিতি। এসব পণ্যের দামও রয়েছে ক্রেতাদের নাগালে। মহিলা ও পুরুষদের হাতব্যাগ ৩০০-৬৫০, টিফিন ব্যাগ ১৫০-২৮০, জুতা ২৫০-৩৫০, পার্টস ২৫-১৫০, ফাইল ফোল্ডার ২৮০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মেয়েদের জন্য কম দামের গয়না, শোপিস, দোলনা পাওয়া যাচ্ছে।

মেলায় ঘুরতে আসা সালমা রহমান বলেন, ‘বেশ কয়েক বছর থেকেই পাটের সামগ্রী ব্যবহার করছি। পাটের তৈরি পণ্য দেখতে যেমন নান্দনিক, তেমন আরামদায়ক। তাই মেলার স্টলগুলো ঘুরে পছন্দের জিনিসগুলো সংগ্রহ করেছি।’

বিজেক্স করপোরেশন নামের একটি স্টলের বিক্রয়কর্মী নাইমুর রহমান বলেন, ‘মেলার প্রথম দিনে বিক্রি কম। শেষের দুই দিন ক্রেতা-দর্শকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে বলে আশা করি।’

মেলা আয়োজনের ব্যাপারে জেডিপিসির পরিচালক (পিএমআই) মাইনুল হক বলেন, ‘পাট দিয়ে বিভিন্ন পণ্য তৈরি এবং এসব পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন। এতে পাটচাষি, বিক্রেতা, উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবার উৎসাহ বাড়ছে।’

জেডিপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। মন্ত্রী বলেন, ‘সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তা-ই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্তু হিসেবে সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

সেই সঙ্গে বহুমুখী পাটপণ্যের ব্যবসা বাড়াতে আরও বেশি করে পাটপণ্যের মেলা করার নির্দেশ দিয়েছেন গোলাম দস্তগীর গাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত