বর্জ্যে দূষিত টাঙ্গুয়ার হাওর
সুনামগঞ্জের ৫১টি বিলের সমন্বয়ে গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য খুব সহজেই আকৃষ্ট করে পর্যটকদের। ফলে পর্যটকদের ভিড় বেড়েছে এই হাওরে। কিন্তু মিঠাপানির এই জলাভূমিতে নির্বিচারে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ফাঁদ পেতে অতিথি পাখি হত্যা, হিজল ও করছ গাছ কাটা, ইঞ্জিনচাল