রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়টি শিক্ষকসংকট রয়েছে। বিদ্যালয়ে ১১ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে আছে পাঁচজন। এর মধ্যে একজন ডেপুটেশনে, আরেকজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আর তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এ বিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিশিয়াল কাজে ব্যস্ত থাকলে বিদ্যালয়ে শিক্ষক থাকেন তিনজন।
অভিভাবকেরা জানান, দীর্ঘদিন করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকার পর বর্তমানে পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষকসংকট থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরপাড়ের গ্রামগুলো থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছে তারা।
তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলে, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে বিদ্যালয় খোলা হলেও আমাদের কোনো ক্লাস হচ্ছে না। আমরা শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস করতে পারছি না।’
এক শিক্ষার্থীর অভিভাবক নির্মল সরকার বলেন, দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক না আসায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হচ্ছে না।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১২ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকসংকট চলছে। এ অবস্থায় সব পাঠদান প্রতিদিন হলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বিদ্যালয়ে। এ কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না। সমস্যা সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকসংকটের বিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে। যেকোনো সময় বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়ন করা হবে।’
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়টি শিক্ষকসংকট রয়েছে। বিদ্যালয়ে ১১ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে আছে পাঁচজন। এর মধ্যে একজন ডেপুটেশনে, আরেকজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আর তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এ বিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিশিয়াল কাজে ব্যস্ত থাকলে বিদ্যালয়ে শিক্ষক থাকেন তিনজন।
অভিভাবকেরা জানান, দীর্ঘদিন করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকার পর বর্তমানে পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষকসংকট থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরপাড়ের গ্রামগুলো থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছে তারা।
তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলে, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে বিদ্যালয় খোলা হলেও আমাদের কোনো ক্লাস হচ্ছে না। আমরা শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস করতে পারছি না।’
এক শিক্ষার্থীর অভিভাবক নির্মল সরকার বলেন, দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক না আসায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হচ্ছে না।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১২ বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকসংকট চলছে। এ অবস্থায় সব পাঠদান প্রতিদিন হলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বিদ্যালয়ে। এ কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না। সমস্যা সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকসংকটের বিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে। যেকোনো সময় বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়ন করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪