Ajker Patrika

কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার শতাধিক কৃষককে জনপ্রতি এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত