Ajker Patrika

খালে মিলল ভাইবোনের লাশ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৫২
খালে মিলল ভাইবোনের লাশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের খাল থেকে চাচাতো ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।

শিশুরা হলো-বীর নগর গ্রামের আশিকনুরের ছেলে আরমান হোসেন রুমান (৫)। বীরনগর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল মিয়ার মেয়ে বোন ইসরাত জাহান ইমমা (৬)।

ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, আরমান ও ইসরাত গত রোববার বিকেলে খেলা শেষে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বীরনগর গ্রামের খালে সন্দেহবশত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার আজকের পত্রিকাকে জানান,  বীরনগর গ্রামের খাল থেকে চাচাতো ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত