‘কোনঠে সেই সরকারি লোক’
‘বাহে, টেলিভিশনোত কইছে তেলের দাম কমছে। কিন্তু মোরটে যে বেশি নেইল। দোকান অ্যালাক কনু, তা মোক কওছে এটে দাম কমতে সময় নাগবে। সরকারি লোক নাকি হাটোত দোকানিরা বেশি দাম নিলে ফাইন (জরিমানা) করে, ধরি নিয়া যায়। তা কোনঠে সেই সরকারি লোক, হামার এটে তো নাই।’ ইকরচালী বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে কথাগুলো বলছিলেন জুম