Ajker Patrika

কুড়ানো আলু দিয়েই সারা বছরের চাহিদা পূরণ

শিপুল ইসলাম, তারাগঞ্জ
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ০১
কুড়ানো আলু  দিয়েই সারা বছরের চাহিদা পূরণ

মাঠ থেকে আলু তুলে বস্তা ভরতে ব্যস্ত কৃষক-শ্রমিকেরা। লাঙল, বাশিলা, কোদাল, পাসুন আর থলে নিয়ে খেতের আইলে বসে আছে একদল শিশু। জমি থেকে আলু ওঠানো শেষ হতেই হুমড়ি খেয়ে মাটি খুঁড়ে কৃষকের এড়িয়ে যাওয়া আলু বের করছে তারা। সেই আলু নিজ থলেতে ভরছে। অভাবের সময় পরিবারে সবজির জোগান দেওয়ার জন্য আলু সংগ্রহে নেমেছে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়া শিশুরা।

গতকাল সোমবার মেনানগর মাঠে কথা হয় আলু কুড়াতে আসা দলের শিশু আবু সাঈদের সঙ্গে। সে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল না গিয়ে আলু কুড়াতে আসার কারণ জানতেই সাঈদ বলে, ‘মা কইছে-করোনাত বহুদিন স্কুল বন্ধ আছলো। অ্যালা দুই-তিন দিন স্কুল না গেইলে কিছু হবার নেয়। তাঁর চেয়া আলু কুড়াও, অকালের দিন খাবার পামো। ওই জন্য দোলাত আলু কুড়ার আলছি।’

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকেরা সাধারণত নারী শ্রমিক দিয়ে খেতের আলু তুলে থাকেন। আলু তোলার সময় অসতর্কতার কারণে কিছু আলু মাটিতে চাপা পড়ে যায়। ওই শিশুদের মূল লক্ষ্য হলো এসব আলু সংগ্রহ করা। তারা বাশিলা, কোদাল, পাসুন, ছোট লাঙল ব্যবহার করে মাটি খুঁড়ে ওই আলু বের করে আনে। জমি চাষ করার সময়ও ট্রাক্টরের আঁচড়ে উঠে আসা আলু। মহা আনন্দে তারা দল বেঁধে কুড়িয়ে থাকে সেই আলু। মাঝেমধ্যে জমির মালিকের বকাঝকাও তাদের কপালে জোটে।

দুপুর ১২টায় মাটিয়ালপাড়ার মাঠে কয়েকটি দলে বিভক্ত হয়ে ৩০-৪০ জনকে আলু কুড়াতে দেখা যায়। সেখানে কথা হয় জুম্মাপাড়া গ্রামের শিমুল ইসলাম (৮) ও সাইফুল ইসলামের (১০) সঙ্গে। তারা জানায়, সারা দিন চার-পাঁচ কেজি আলু পায়। বাড়িতে নিয়ে মাকে দেয়। সেই আলু দিয়ে তরকারি রান্না করেন তাদের মা।

পাকারপুল মাঠে আলু তোলার কাজ করছিলেন ইকরচালী গ্রামের গৃহবধূ হাসিনা। দুপুরের বিরতি দিতেই তাঁর কাছে বোতলভর্তি পানি নিয়ে আসেন ১২ বছরের একটি কন্যাশিশু ও ১০ বছরের একটি ছেলেশিশু। তাদের কাঁধে প্লাস্টিকের ব্যাগ, বাশিলা আর কোদাল।

হাসিনা জানান, দুজনেই তাঁর সন্তান। সারা দিন আলু তুলে তিনি মজুরি হিসেবে পান ১৫০ টাকা। কাজে আসার সময় সঙ্গে সন্তানদের নিয়ে এসেছেন। যাতে সারা দিন তারা আলু কুড়াতে পারে। তিনিও কাজ শেষে সন্তানদের সঙ্গে আলু কুড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। কুড়ানো আলু দিয়ে সারা বছর পার হয় বলে জানান তিনি।

ওই মাঠে কথা হয় অষ্টম শ্রেণির ছাত্র রিশাদ হোসেনের সঙ্গে। সে জানায়, আলু তোলার মৌসুমে স্কুল ছুটির পর তারা দল বেঁধে আলু কুড়াতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত আলু কুড়িয়ে যা পায় তা মায়ের কাছে জমা দেয়। মায়েরা এসব আলু হাঁড়ি-পাতিল, বালুতে সংরক্ষণ করে রাখেন। অভাবের সময়টাতে এসব আলু খান।

উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম আজকের পত্রিকা বলেন, ‘উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার ৩ হাজার ১০৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষকেরা খেত থেকে আলু সংগ্রহ শুরু করেছেন। খেতে এড়িয়ে যাওয়া আলু কুড়িয়ে অনেকেই পরিবারের সবজির চাহিদা মেটান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...