তেলের দামে নাজেহাল নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
‘সরকারি লোক টেলিভিশনোত ভাষণ দিবে, তোমরা পেপারোত নেখমেন তেলের দাম কমছে। হামরাও সেগল্যা দেখি আর পড়ি। কিন্তু দোকানিরা তো কম নেয় না। ওই আগের দামে বেচায়। দোকানিক যদি সরকারে কম দামের কথা কন, তা ওমরা টিসিবির মাল নিবার কয়। সরকার তো আর সবাকে কার্ড দেয় নাই।’