তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বনি রানী নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর-তারাগঞ্জের বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২৫ জন আহত হয়েছেন।
নিহত বনি রানী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রাম থেকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে এসে বিআরটিসি বাসে উঠে তাঁর স্বামী ষষ্ঠী রায়ের বাড়ি পাগলাপীরে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে তিন বছরের কন্যাসন্তান ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বিআরটিসি বাস এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস ওই বিদ্যালয়ের সামনে পৌঁছালে ক্রসিং করার সময় সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন। সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে তারাগঞ্জের আলমপুর গ্রামের বাবু মিয়া (৩৬), হারুন অর রশিদ (২৮), রংপুরের জুম্মাপাড়া গ্রামের আয়েশা সিদ্দিকা (৩২) ও ঠাকুরগাঁও জেলা সদরের রাজা মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারে কাজ চলছে।
রংপুরের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বনি রানী নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর-তারাগঞ্জের বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২৫ জন আহত হয়েছেন।
নিহত বনি রানী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রাম থেকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে এসে বিআরটিসি বাসে উঠে তাঁর স্বামী ষষ্ঠী রায়ের বাড়ি পাগলাপীরে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে তিন বছরের কন্যাসন্তান ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বিআরটিসি বাস এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস ওই বিদ্যালয়ের সামনে পৌঁছালে ক্রসিং করার সময় সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন। সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে তারাগঞ্জের আলমপুর গ্রামের বাবু মিয়া (৩৬), হারুন অর রশিদ (২৮), রংপুরের জুম্মাপাড়া গ্রামের আয়েশা সিদ্দিকা (৩২) ও ঠাকুরগাঁও জেলা সদরের রাজা মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারে কাজ চলছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৭ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১২ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩০ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৩৬ মিনিট আগে