‘হামরা পেটের দায়ে ব্যবসায়ীর কাছে জিম্মি হয়্যা গেছি’
‘দাম বাড়লে এক মিনিটে কার্যকর হয়, সরকার দাম কমাইলে একমাসেও তাঁর বাস্তবায়ন হয় না। নানা অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়ে নেয়। হামরা পেটের দায়ে ব্যবসায়ীর কাছে জিম্মি হয়্যা গেছি। দাম কমার কথা কইলে, সরকারে কাছে বাজার করিবার কয়। ব্যবসায়ীরা সরকারোক মানে না-এই হইল হামার দেশ।’ আজ রোববার দুপুরে রংপুরের তারাগঞ্জ কাচ