শিপুল ইসলাম, রংপুর
পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন দিয়ে প্রায় ৪ বছর ধরে অনুপস্থিত রয়েছেন রংপুরের এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠালেও সেটি গ্রহণ না করায় ফেরত আসে বলে জানা গেছে। এমনকি হাসপাতালে দেওয়া মোবাইল নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ দিকে বছরের পর বছর ধরে সেবাবঞ্চিত হচ্ছেন ওই এলাকার সাধারণ জনগণ।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বলছেন, ওই চিকিৎসক বিদেশে গেছেন বলে শুনেছেন তারা। তবে কোন দেশে গেছেন সেটি জানে না তিনি।
ওই চিকিৎসক হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আ ন ম কায়সার আনম। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সরকারপাড়া গ্রামে। আনমের বাবার নাম মো. কামাল রফিকুল আলম।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে তিনি ৩ বছর ১১ মাস ১১ দিন ধরে অনুপস্থিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৩৯ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক আ ন ম কায়সার আনম ২০১৯ সালের ১২ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। এরপর ২০২০ সালের ২ মার্চ হাসপাতালে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর হলে ওই দিনই কায়সার আনম কর্মস্থল ত্যাগ করেন। এরপর দীর্ঘ দিন তিনি কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। ওই চিকিৎসকের ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠালেও তা ফেরত আসে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘তারাগঞ্জে যোগদানের পর থেকে চিকিৎসক কায়সার আনমকে হাসপাতালে পাইনি। তাঁর সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার ডাকযোগে চিঠি পাঠানো হলেও তা রিসিভ না হওয়ায় হাসপাতালে ফেরত আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসক কায়সার আনমের কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর বিভাগীয় পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তাঁর অনুপস্থিতির বিষয়টি অবহিত করেছি। লোকমুখে শুনেছি ওই চিকিৎসক বিদেশে গেছেন। তবে কোন দেশে গেছেন তা নিশ্চিত কেউ বলতে পারেন না। ওই চিকিৎসকও অফিসিয়ালভাবে জানায়নি। দীর্ঘ দিন ধরে তাঁর পদ হাসপাতালে শূন্য পড়ে রয়েছে।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, ‘একজন চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত ওই চিকিৎসক পদায়ন বাতিল করে সেখানে নতুন কাউকে যোগদান করানো। এতে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।’
তারাগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ঘর’ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘একজন চিকিৎসক পাঁচ দিনের ছুটি নিয়ে চার বছর ধরে নিরুদ্দেশ। তিনি বেঁচে আছেন কি না, দেশে আছেন না কি বিদেশে আছেন, কেউ বলতে পারেন না। হাসপাতালে তাঁর পদ খুবই গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় সেবা প্রত্যাশীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। ওই চিকিৎসকের এমন আচরণ উদ্বেগজনক। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।’
উল্লেখ্য হাসপাতালে দেওয়া ওই চিকিৎসকের মোবাইল নম্বরে যোগযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন দিয়ে প্রায় ৪ বছর ধরে অনুপস্থিত রয়েছেন রংপুরের এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠালেও সেটি গ্রহণ না করায় ফেরত আসে বলে জানা গেছে। এমনকি হাসপাতালে দেওয়া মোবাইল নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ দিকে বছরের পর বছর ধরে সেবাবঞ্চিত হচ্ছেন ওই এলাকার সাধারণ জনগণ।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বলছেন, ওই চিকিৎসক বিদেশে গেছেন বলে শুনেছেন তারা। তবে কোন দেশে গেছেন সেটি জানে না তিনি।
ওই চিকিৎসক হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আ ন ম কায়সার আনম। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সরকারপাড়া গ্রামে। আনমের বাবার নাম মো. কামাল রফিকুল আলম।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে তিনি ৩ বছর ১১ মাস ১১ দিন ধরে অনুপস্থিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৩৯ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক আ ন ম কায়সার আনম ২০১৯ সালের ১২ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। এরপর ২০২০ সালের ২ মার্চ হাসপাতালে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর হলে ওই দিনই কায়সার আনম কর্মস্থল ত্যাগ করেন। এরপর দীর্ঘ দিন তিনি কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। ওই চিকিৎসকের ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠালেও তা ফেরত আসে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘তারাগঞ্জে যোগদানের পর থেকে চিকিৎসক কায়সার আনমকে হাসপাতালে পাইনি। তাঁর সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার ডাকযোগে চিঠি পাঠানো হলেও তা রিসিভ না হওয়ায় হাসপাতালে ফেরত আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসক কায়সার আনমের কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর বিভাগীয় পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তাঁর অনুপস্থিতির বিষয়টি অবহিত করেছি। লোকমুখে শুনেছি ওই চিকিৎসক বিদেশে গেছেন। তবে কোন দেশে গেছেন তা নিশ্চিত কেউ বলতে পারেন না। ওই চিকিৎসকও অফিসিয়ালভাবে জানায়নি। দীর্ঘ দিন ধরে তাঁর পদ হাসপাতালে শূন্য পড়ে রয়েছে।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, ‘একজন চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত ওই চিকিৎসক পদায়ন বাতিল করে সেখানে নতুন কাউকে যোগদান করানো। এতে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।’
তারাগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ঘর’ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘একজন চিকিৎসক পাঁচ দিনের ছুটি নিয়ে চার বছর ধরে নিরুদ্দেশ। তিনি বেঁচে আছেন কি না, দেশে আছেন না কি বিদেশে আছেন, কেউ বলতে পারেন না। হাসপাতালে তাঁর পদ খুবই গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় সেবা প্রত্যাশীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। ওই চিকিৎসকের এমন আচরণ উদ্বেগজনক। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।’
উল্লেখ্য হাসপাতালে দেওয়া ওই চিকিৎসকের মোবাইল নম্বরে যোগযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১ সেকেন্ড আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৭ মিনিট আগে