Ajker Patrika

সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি এবার ইয়াবাসহ আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
আটক হারুনুর রশীদ বাবু। ছবি: সংগৃহীত
আটক হারুনুর রশীদ বাবু। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেকপোস্ট চলাকালে তাঁকে আটক করা হয়। বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনা মিয়া দরজির ছেলে। তাঁর বিরুদ্ধে ইসলামপুর থানায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ইসলামপুর থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথ চেকপোস্ট বসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকে। এ সময় বাবু মোটরসাইকেল চালিয়ে ইসলামপুর থেকে পার্শ্ববর্তী দুরমুঠ বাজারের দিকে যাচ্ছিলেন। যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে মোটরসাইকেল থামাতে বললে তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, ‘যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু নামে এক মাদক কারবারিকে আমরা আটক করেছি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে ইসলামপুর পৌর শহরের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পনেরো বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে নিয়ে ধর্ষণ করেন চার যুবক। ওই ঘটনায় ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হারুনুর রশীদ বাবু। আসামিরা সম্পর্কে একে অন্যের বন্ধু।

গত ১১ ফেব্রুয়ারি মামলার আসামি তিন বন্ধুসহ বাবু হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা আসামিদের রাজধানীর শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করলে তারা কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হন আসামিরা। জামিনে বের হয়ে আসামি বাবু মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত