Ajker Patrika

লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

রংপুর প্রতিনিধি
লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু-পাখির ওষুধ ও খাদ্য বিক্রির করায় তিন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ বাজারে প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম। অভিযানে শাহীন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, তুরফা ফার্মেসিকে ৩ হাজার টাকা ও হক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম জানান, তারাগঞ্জের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে। সেগুলোতে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশুখাদ্য আইনের ধারা অনুযায়ী তারাগঞ্জ বাজারের বিভিন্ন পশু খাদ্যের দোকান ও ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম বলেন, তারাগঞ্জ বাজারের তিনটি পশুখাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তাদের পশু খাদ্য বিক্রির লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোট ৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত