রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে যুবককে হত্যার ঘটনায় চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব গতকাল সন্ধ্যায় তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে জেল হাজতে পাঠায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাজারের গা ঘেঁষে মেথরপট্টিতে ১০টি পরিবার বসবাস করে আসছে। ওই পট্টির মালুয়া বাসফোরের ছেলে বিজয় বাসফোর ও জগদীশ বাসফোরের ছেলে মানিক বাসফোর সম্পর্কে চাচাতো ভাই। একসময় তাঁদের মধ্যে সুসম্পর্ক থাকলেও একপর্যায়ে বিরোধ দেখা দেয়।
এজাহারে বলা হয়, গত শনিবার রাতে মানিক বাসফোর বিজয় বাসফোরকে উদ্দেশ করে গালাগাল করেন। এর কারণ জানতে বিজয় বাসফোর ও তাঁর বাবা মালুয়া বাসফোর মানিকের উঠানে যান। তাতে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানী উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় মানিক বাসফোরকে পারুল রানী বলেন, ‘বিজয় আমার বদনাম রটায়। ওকে প্রাণে মেরে ফেলতে হবে।’ পরে মানিক ঘর থেকে ধারালো চাকু এনে বিজয়ের গলায় ঢুকিয়ে দেয়। তাতে বিজয় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অবস্থায় বিজয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান। এ ঘটনায় বিজয়ের বাবা মালুয়া বাসফোর বাদী হয়ে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানীকে আসামি করে গত রোববার তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। বিজয় বাসফোর উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে মানিক বাসফোরকে র্যাবের সহায়তায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। পরে র্যাব তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার আরেক আসামি পারুল রানী পলাতক রয়েছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রংপুরের তারাগঞ্জে যুবককে হত্যার ঘটনায় চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব গতকাল সন্ধ্যায় তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে জেল হাজতে পাঠায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাজারের গা ঘেঁষে মেথরপট্টিতে ১০টি পরিবার বসবাস করে আসছে। ওই পট্টির মালুয়া বাসফোরের ছেলে বিজয় বাসফোর ও জগদীশ বাসফোরের ছেলে মানিক বাসফোর সম্পর্কে চাচাতো ভাই। একসময় তাঁদের মধ্যে সুসম্পর্ক থাকলেও একপর্যায়ে বিরোধ দেখা দেয়।
এজাহারে বলা হয়, গত শনিবার রাতে মানিক বাসফোর বিজয় বাসফোরকে উদ্দেশ করে গালাগাল করেন। এর কারণ জানতে বিজয় বাসফোর ও তাঁর বাবা মালুয়া বাসফোর মানিকের উঠানে যান। তাতে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানী উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় মানিক বাসফোরকে পারুল রানী বলেন, ‘বিজয় আমার বদনাম রটায়। ওকে প্রাণে মেরে ফেলতে হবে।’ পরে মানিক ঘর থেকে ধারালো চাকু এনে বিজয়ের গলায় ঢুকিয়ে দেয়। তাতে বিজয় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর অবস্থায় বিজয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান। এ ঘটনায় বিজয়ের বাবা মালুয়া বাসফোর বাদী হয়ে মানিক বাসফোর ও তাঁর স্ত্রী পারুল রানীকে আসামি করে গত রোববার তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। বিজয় বাসফোর উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে মানিক বাসফোরকে র্যাবের সহায়তায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। পরে র্যাব তাঁকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার আরেক আসামি পারুল রানী পলাতক রয়েছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৩ মিনিট আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১০ মিনিট আগেসুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। আতঙ্কে অনেকে পেশা ত্যাগ করছেন। অনেকে আবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
১৮ মিনিট আগেবড় কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল। তাতে ছেড়ে দেওয়া হলো বেসনে চুবানো বেগুন। হয়ে গেল বেগুনি। গরম তেলে ভেজে ওঠানো হয়েছে ডিম চপ, পেঁয়াজু, পাকোড়া। পাশেই তৈরি হচ্ছে কাবাব। তেল, মসলা আর মাংসের ঘ্রাণে পূর্ণ চকবাজার শাহি জামে মসজিদের সামনের গলি।
২২ মিনিট আগে