তামিম না করলে সাকিবকে অধিনায়ক করা উচিত
এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে। একটা সিরিজ ও দুটা টুর্নামেন্টই ওয়ানডে সংস্করণের। কিন্তু খেলাগুলো ঘনিয়ে এলেও বাংলাদেশ দল আছে একটা অনিশ্চয়তার মধ্যে। কারণ, চোটে ভোগা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টুর্নামেন্টে থাকবেন কি না, তা নিয়েই শঙ্কা।