Ajker Patrika

এ দেখাই শেষ দেখা নয়, তামিমের ফেরা নিয়ে মাশরাফি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২১: ০৮
এ দেখাই শেষ দেখা নয়, তামিমের ফেরা নিয়ে মাশরাফি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। বাঁ-হাতি ব্যাটারের এই সংবাদে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের সমর্থকেরা। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলে।

তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাশরাফি বিন মর্তুজা। গণভবন থেকে বের হয়ে নিজেও সেটা জানিয়েছেন তামিম। বাংলাদেশের সেরা ওপেনারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যান মাশরাফি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

মাশরাফি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশা আল্লাহ।’ আর তামিমের ফেরার স্বস্তির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘তা তো অবশ্যই, আমার তো সন্দেহ নেই। অস্বাভাবিকভাবে না যেয়ে স্বাভাবিকভাবে তো ঠিকই ছিল।’

ফেরার সিদ্ধান্ত জানানোর সময় তামিম এক মাসের ছুটির কথা জানিয়েছেন। বিশ্বকাপের আগে এ সময় নিজের ফিটনেসে গুরুত্ব দেবেন বাংলাদেশি ব্যাটার। তাঁর ফেরার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘সে ফিটনেসের সমস্যা কাটিয়ে উঠুক, বাকিটা পরে দেখা যাবে।’ তামিমের বিষয়ে বললেও নিজের শেয়ার করা পোস্টের বিষয়ে কিছু জানাননি তিনি।

অন্যদিকে সতীর্থকে আবার ফিরে পাবেন বলে ভীষণ খুশি মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। খুবই খুশি হয়েছি শুনে, মাঠে আমরা আবার একসঙ্গে খেলব। ইনশা আল্লাহ, এটা নতুন এক সূচনা এবং অদূর ভবিষ্যতে আমরা একত্রে আবার বাংলাদেশের গৌরব বয়ে আনব।’ 

আজ প্রধানমন্ত্রীর গণভবন থেকে বেরিয়ে এসে নিজের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন তামিম। এ সময় বাঁ-হাতি ব্যাটারের সঙ্গে ছিলেন মাশরাফি, তাঁর স্ত্রী আয়েশা ইকবাল ও নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই শেষ করেননি তিনি। সামাজিকমাধ্যমেও পোস্ট দিয়েছেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র ১৫ হাজারের বেশি রান করা ব্যাটার। তিনি লিখেছেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত