সাদা পোশাকে খেললেও জ্যাক ক্রলি যেন বলটাকে মনে করছেন ‘সাদা বল’। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করছেন ক্রলি। ইংল্যান্ডের এই ব্যাটার ভেঙেছেন তামিম ইকবালের এক পুরোনো রেকর্ড।
৮ উইকেটে ২৯৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। প্রথম সেশনে খুব দ্রুতই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীরা অলআউট হয়ে যায় ৩১৭ রানে। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১ রান করা বেন ডাকেটকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী করেন মিচেল স্টার্ক। তবে শুরুর এই ধাক্কা বিচলিত করেনি ক্রলিকে। স্টার্ক, প্যাট কামিন্সদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ইংলিশ এই ব্যাটার। একের পর এক বাউন্ডারিতে অস্ট্রেলিয়া হয়ে পড়ে দিশেহারা। ৯৩ বলে ছুয়েছেন তিন অঙ্ক। ইংলিশ এই ব্যাটারের তা চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
ঝোড়ো সেঞ্চুরি করে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন ক্রলি। ৮৬ বলে ১৯৮১ অ্যাশেজে সেঞ্চুরি করেছিলেন স্যার ইয়ান বোথাম। যা ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। এই মাঠে টেস্টে তা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
এখন পর্যন্ত ৫৬ ওভারে ২ উইকেটে ৩২৯ রান করেছে ইংল্যান্ড। ক্রলি ১৮০ বলে ১৮৮ রানে অপরাজিত আছেন। আর জো রুট ৭৯ বলে ৭১ রানে ব্যাটিং করছেন।
ওল্ড ট্রাফোর্ডে টেস্টে দ্রুততম সেঞ্চুরি:
স্যার ইয়ান বোথাম (ইংল্যান্ড) : ৮৬ বল: প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৯৮১
জ্যাক ক্রলি (ইংল্যান্ড) : ৯৩ বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০২৩
ভিক্টর ট্রাম্পার (অস্ট্রেলিয়া) : ৯৫ বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৯০২
তামিম ইকবাল (বাংলাদেশ) : ১০০ বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০১০
সাদা পোশাকে খেললেও জ্যাক ক্রলি যেন বলটাকে মনে করছেন ‘সাদা বল’। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করছেন ক্রলি। ইংল্যান্ডের এই ব্যাটার ভেঙেছেন তামিম ইকবালের এক পুরোনো রেকর্ড।
৮ উইকেটে ২৯৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। প্রথম সেশনে খুব দ্রুতই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীরা অলআউট হয়ে যায় ৩১৭ রানে। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১ রান করা বেন ডাকেটকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী করেন মিচেল স্টার্ক। তবে শুরুর এই ধাক্কা বিচলিত করেনি ক্রলিকে। স্টার্ক, প্যাট কামিন্সদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ইংলিশ এই ব্যাটার। একের পর এক বাউন্ডারিতে অস্ট্রেলিয়া হয়ে পড়ে দিশেহারা। ৯৩ বলে ছুয়েছেন তিন অঙ্ক। ইংলিশ এই ব্যাটারের তা চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
ঝোড়ো সেঞ্চুরি করে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন ক্রলি। ৮৬ বলে ১৯৮১ অ্যাশেজে সেঞ্চুরি করেছিলেন স্যার ইয়ান বোথাম। যা ওল্ড ট্রাফোর্ডে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। এই মাঠে টেস্টে তা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
এখন পর্যন্ত ৫৬ ওভারে ২ উইকেটে ৩২৯ রান করেছে ইংল্যান্ড। ক্রলি ১৮০ বলে ১৮৮ রানে অপরাজিত আছেন। আর জো রুট ৭৯ বলে ৭১ রানে ব্যাটিং করছেন।
ওল্ড ট্রাফোর্ডে টেস্টে দ্রুততম সেঞ্চুরি:
স্যার ইয়ান বোথাম (ইংল্যান্ড) : ৮৬ বল: প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৯৮১
জ্যাক ক্রলি (ইংল্যান্ড) : ৯৩ বল; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০২৩
ভিক্টর ট্রাম্পার (অস্ট্রেলিয়া) : ৯৫ বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৯০২
তামিম ইকবাল (বাংলাদেশ) : ১০০ বল; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০১০
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
১৪ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
৩১ মিনিট আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
২ ঘণ্টা আগে