নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম ইকবাল। তবে পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর নিজের সিদ্ধান্ত বদলান। ফেরেন অবসর ভেঙে। কিন্তু আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলেননি তিনি। বোর্ড থেকে ছুটি পান দেড় মাসের।
দেড় মাসের এই লম্বা ছুটি কী করবেন তামিম? তখন এর উত্তরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, পরিবার নিয়ে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেখান থেকে যাবেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে অবশ্য ঘুরতে নয়, চোটের চিকিৎসা নিতে যাওয়ার কথা এই বাঁহাতি ব্যাটারের।
তবে আজ পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিতে দেখা যায় পরিবারের ২৭ সদস্য নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। সঙ্গে তাঁর বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও রয়েছেন। যিনি বাংলাদেশ দলের টিম ম্যানেজারও। দুবাইতে কয়েক দিন সময় কাটানোর পর ইংল্যান্ডে যাবেন তামিম।
তবে দেড় মাসের ছুটি থাকায় বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে তামিম থাকবেন কি না, এ ব্যাপারেও আলোচনা হচ্ছে। ২৯ জুলাই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তবে দুই দিন আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ক্যাম্পে তামিমের যোগ দেওয়ার ব্যাপারটি পুরোপুরি মেডিকেল বিভাগের ওপর নির্ভর করছেন। তিনি বলেছেন, ‘মেডিকেল বিভাগ আমাদের আপডেট জানাবে। এটা এই মুহূর্তে বলা আমাদের জন্য খুবই কঠিন। মেডিকেল বিভাগ আমাদের আপডেট দিলে তখন বলতে পারব।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম ইকবাল। তবে পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর নিজের সিদ্ধান্ত বদলান। ফেরেন অবসর ভেঙে। কিন্তু আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলেননি তিনি। বোর্ড থেকে ছুটি পান দেড় মাসের।
দেড় মাসের এই লম্বা ছুটি কী করবেন তামিম? তখন এর উত্তরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, পরিবার নিয়ে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেখান থেকে যাবেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে অবশ্য ঘুরতে নয়, চোটের চিকিৎসা নিতে যাওয়ার কথা এই বাঁহাতি ব্যাটারের।
তবে আজ পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিতে দেখা যায় পরিবারের ২৭ সদস্য নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। সঙ্গে তাঁর বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও রয়েছেন। যিনি বাংলাদেশ দলের টিম ম্যানেজারও। দুবাইতে কয়েক দিন সময় কাটানোর পর ইংল্যান্ডে যাবেন তামিম।
তবে দেড় মাসের ছুটি থাকায় বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে তামিম থাকবেন কি না, এ ব্যাপারেও আলোচনা হচ্ছে। ২৯ জুলাই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তবে দুই দিন আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ক্যাম্পে তামিমের যোগ দেওয়ার ব্যাপারটি পুরোপুরি মেডিকেল বিভাগের ওপর নির্ভর করছেন। তিনি বলেছেন, ‘মেডিকেল বিভাগ আমাদের আপডেট জানাবে। এটা এই মুহূর্তে বলা আমাদের জন্য খুবই কঠিন। মেডিকেল বিভাগ আমাদের আপডেট দিলে তখন বলতে পারব।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে