নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন নাজমুল হাসান পাপন। তবে তামিমের দিক থেকে সাড়া পাননি। অবশেষে আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি পাপনও। এই বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করার কথা জানান তামিম। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে তাঁকে এই সময় দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের অবসর প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বৈঠক শেষে পাপন জানান, অবসর নিয়ে তাঁদের কোনো চিঠি দেননি তামিম। তবে আজ তামিম চিঠি দিয়েছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আজকে এটা এসেছে।’
এরপর পাপন জানিয়েছেন, যেহেতু তামিম শারীরিক ও মানসিকভাবে ফিট না, তাই প্রধানমন্ত্রী তাঁকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন।
চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন নাজমুল হাসান পাপন। তবে তামিমের দিক থেকে সাড়া পাননি। অবশেষে আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি পাপনও। এই বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করার কথা জানান তামিম। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে তাঁকে এই সময় দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের অবসর প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বৈঠক শেষে পাপন জানান, অবসর নিয়ে তাঁদের কোনো চিঠি দেননি তামিম। তবে আজ তামিম চিঠি দিয়েছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আজকে এটা এসেছে।’
এরপর পাপন জানিয়েছেন, যেহেতু তামিম শারীরিক ও মানসিকভাবে ফিট না, তাই প্রধানমন্ত্রী তাঁকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৫ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৫ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৬ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে