মধুর বিড়ম্বনায় তাপসী পান্নু
গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ