ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি হচ্ছে। নাম ‘সাবাস মিঠু’। এতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিটি বানানোর কথা ছিল ‘রইস’খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার। অনেকদিন ধরেই প্রি-প্রোডাকশনে আটকে আছে ‘সাবাস মিঠু’। নতুন খবর হলো, নতুন করে ছবিটি বানানোর দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
বলিউডে এটি হতে যাচ্ছে সৃজিতের দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা বালানকে নিয়ে ‘বেগমজান’ বানিয়েছিলেন তিনি।
গত মঙ্গলবার রাহুল ঢোলাকিয়া টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। রাহুলের বদলে এখন নতুন ক্যাপ্টেন সৃজিত।
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এখন তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন। দুবছর আগে মিতালির জন্মদিনে জানা গিয়েছিল, বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এ ঘোষণা দিয়েছিল।
রাহুল ঢোলাকিয়া টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁদের পাশে থাকব। করোনায় সবকিছুর সময় ওলটপালট হয়ে গেছে। আমিও ব্যতিক্রম নই। সিনেমাটির জন্য আমার শুভেচ্ছা থাকল।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
যখন এই ছবি তৈরি হওয়ার খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। এখন আমি এটার অংশ। নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গল্পটা পর্দায় নিয়ে আসতে পারব।
সৃজিত মুখার্জি, নির্মাতা
সৃজিত নিজেও ক্রিকেট ভক্ত। একসময় নিয়মিত খেলার মাঠে পাওয়া যেত তাঁকে। ক্রিকেটারের জীবনী নিয়ে গল্প, তাই অন্যরকম উত্তেজনা বোধ করছেন সৃজিত মুখার্জি।
সুখবর সৃজিতের আরো একটা আছে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ ‘রায়’। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি।
অন্যদিকে তাপসী পান্নুরও নতুন সিনেমা আসছে। থ্রিলার ধাঁচের ‘হাসিন দিলরুবা’ আগামী ২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি হচ্ছে। নাম ‘সাবাস মিঠু’। এতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিটি বানানোর কথা ছিল ‘রইস’খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার। অনেকদিন ধরেই প্রি-প্রোডাকশনে আটকে আছে ‘সাবাস মিঠু’। নতুন খবর হলো, নতুন করে ছবিটি বানানোর দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
বলিউডে এটি হতে যাচ্ছে সৃজিতের দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা বালানকে নিয়ে ‘বেগমজান’ বানিয়েছিলেন তিনি।
গত মঙ্গলবার রাহুল ঢোলাকিয়া টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। রাহুলের বদলে এখন নতুন ক্যাপ্টেন সৃজিত।
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এখন তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন। দুবছর আগে মিতালির জন্মদিনে জানা গিয়েছিল, বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এ ঘোষণা দিয়েছিল।
রাহুল ঢোলাকিয়া টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁদের পাশে থাকব। করোনায় সবকিছুর সময় ওলটপালট হয়ে গেছে। আমিও ব্যতিক্রম নই। সিনেমাটির জন্য আমার শুভেচ্ছা থাকল।’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
যখন এই ছবি তৈরি হওয়ার খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। এখন আমি এটার অংশ। নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গল্পটা পর্দায় নিয়ে আসতে পারব।
সৃজিত মুখার্জি, নির্মাতা
সৃজিত নিজেও ক্রিকেট ভক্ত। একসময় নিয়মিত খেলার মাঠে পাওয়া যেত তাঁকে। ক্রিকেটারের জীবনী নিয়ে গল্প, তাই অন্যরকম উত্তেজনা বোধ করছেন সৃজিত মুখার্জি।
সুখবর সৃজিতের আরো একটা আছে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ ‘রায়’। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি।
অন্যদিকে তাপসী পান্নুরও নতুন সিনেমা আসছে। থ্রিলার ধাঁচের ‘হাসিন দিলরুবা’ আগামী ২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে