Ajker Patrika

সৃজিতের ছবিতে এবার তাপসী পান্নু

আপডেট : ২৪ জুন ২০২১, ২২: ৫৬
সৃজিতের ছবিতে এবার তাপসী পান্নু

ঢাকা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক তৈরি হচ্ছে। নাম ‘সাবাস মিঠু’। এতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। ছবিটি বানানোর কথা ছিল ‘রইস’খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়ার। অনেকদিন ধরেই প্রি-প্রোডাকশনে আটকে আছে ‘সাবাস মিঠু’। নতুন খবর হলো, নতুন করে ছবিটি বানানোর দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।

বলিউডে এটি হতে যাচ্ছে সৃজিতের দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা বালানকে নিয়ে ‘বেগমজান’ বানিয়েছিলেন তিনি।

গত মঙ্গলবার রাহুল ঢোলাকিয়া টুইট বার্তায় জানান, এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে আসছেন। রাহুলের বদলে এখন নতুন ক্যাপ্টেন সৃজিত।

ক্রিকেটার মিতালি হতে জোর প্রস্তুতি নিচ্ছেন তাপসী পান্নু। ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ। এখন তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন। দুবছর আগে মিতালির জন্মদিনে জানা গিয়েছিল, বড় পর্দায় তাঁর জীবনী ফুটিয়ে তুলবেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক সংস্থা ভায়াকম এইটটিন এ ঘোষণা দিয়েছিল।

রাহুল ঢোলাকিয়া টুইটারে লেখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এই স্বপ্নটার অংশ হতে পারছি না। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁদের পাশে থাকব। করোনায় সবকিছুর সময় ওলটপালট হয়ে গেছে। আমিও ব্যতিক্রম নই। সিনেমাটির জন্য আমার শুভেচ্ছা থাকল।’

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৃজিত। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

যখন এই ছবি তৈরি হওয়ার খবর পেয়েছিলাম, তখন থেকেই খুব আগ্রহী ছিলাম। এখন আমি এটার অংশ। নতুন যাত্রা শুরুর অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গল্পটা পর্দায় নিয়ে আসতে পারব।

সৃজিত মুখার্জি, নির্মাতা

তাপসী পান্নুসৃজিত নিজেও ক্রিকেট ভক্ত। একসময় নিয়মিত খেলার মাঠে পাওয়া যেত তাঁকে। ক্রিকেটারের জীবনী নিয়ে গল্প, তাই অন্যরকম উত্তেজনা বোধ করছেন সৃজিত ‍মুখার্জি।

সুখবর সৃজিতের আরো একটা আছে। আগামী শুক্রবার নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ ‘রায়’। সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এটি।

অন্যদিকে তাপসী পান্নুরও নতুন সিনেমা আসছে। থ্রিলার ধাঁচের ‘হাসিন দিলরুবা’ আগামী ২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত