কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে