বিনোদন ডেস্ক
কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে