গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন। জার্মান সিনেমা ‘রান লোলা রান’-এর অফিশিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এ বছর তাপসী অভিনীত আটটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এক বছরে এত সিনেমা মুক্তির কথা শুনে নানাজন নানা প্রশ্ন করছেন তাপসীকে। এত সিনেমার কাজ কীভাবে করলেন? কবে করলেন? সে এক মধুর বিড়ম্বনা!
সিনেমার গল্পে দেখা যাবে, তাপসী তাঁর জীবনের ভুল শুধরানোর তিনটি সুযোগ পাবেন। কী ভুল শুধরাবেন তাপসী? কোথা থেকে শুরু করবেন জীবন? ভাবনায় পড়ে যান। ব্যক্তিজীবনেও কি তাপসীর এমন কোনো ভুল আছে? যেটা সুযোগ পেলে শুধরে নিতে চান! তাপসীর উত্তর, ‘সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম। উত্তীর্ণ হইনি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছে, এই জীবনে আমাকে দিয়ে কিছু হবে না। এখন মনে হয়, আবার যদি সুযোগ পেতাম তাহলে আগের ভুলগুলো করতাম না। সেনাসদস্য হওয়ার খুব ইচ্ছে আমার।’
বলিউডের সিনেমায় নায়কদের প্রাধান্য থাকে। যা-ও দু-একটা নায়িকাকেন্দ্রিক সিনেমা হয়, সেখানে প্রথম কাতারের নায়কদের দেখা যায় কদাচিৎ। বরং আমির খান, শাহরুখ খান কিংবা সালমান খানদের সিনেমায় অনেক সময় গুরুত্বহীন চরিত্রেও অবলীলায় অভিনয় করেন ক্যাটরিনা, দীপিকারা। এ ক্ষেত্রে তাপসী ব্যতিক্রম। প্রথম সারির অভিনেতাদের এড়িয়েই চলেন। আর প্রথম সারির অভিনেতারাও নাকি তাঁর সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাপসী বলেন, ‘শুধু বড় অভিনেতারাই নন, অনেক সময় নতুন অভিনেতারাও আমি থাকলে সিনেমায় যুক্ত হওয়ার আগে দুইবার চিন্তা করেন। ভাবেন, সিনেমাটি আমি পছন্দ করেছি মানে আমার গুরুত্ব বেশি। আসলে গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতে চাই না আমি।’
শিগগিরই ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ সিনেমায় নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। হাতে রয়েছে ‘দোবারা’, ‘ব্লার’-এর মতো একাধিক সিনেমা।
গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন। জার্মান সিনেমা ‘রান লোলা রান’-এর অফিশিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এ বছর তাপসী অভিনীত আটটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এক বছরে এত সিনেমা মুক্তির কথা শুনে নানাজন নানা প্রশ্ন করছেন তাপসীকে। এত সিনেমার কাজ কীভাবে করলেন? কবে করলেন? সে এক মধুর বিড়ম্বনা!
সিনেমার গল্পে দেখা যাবে, তাপসী তাঁর জীবনের ভুল শুধরানোর তিনটি সুযোগ পাবেন। কী ভুল শুধরাবেন তাপসী? কোথা থেকে শুরু করবেন জীবন? ভাবনায় পড়ে যান। ব্যক্তিজীবনেও কি তাপসীর এমন কোনো ভুল আছে? যেটা সুযোগ পেলে শুধরে নিতে চান! তাপসীর উত্তর, ‘সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম। উত্তীর্ণ হইনি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছে, এই জীবনে আমাকে দিয়ে কিছু হবে না। এখন মনে হয়, আবার যদি সুযোগ পেতাম তাহলে আগের ভুলগুলো করতাম না। সেনাসদস্য হওয়ার খুব ইচ্ছে আমার।’
বলিউডের সিনেমায় নায়কদের প্রাধান্য থাকে। যা-ও দু-একটা নায়িকাকেন্দ্রিক সিনেমা হয়, সেখানে প্রথম কাতারের নায়কদের দেখা যায় কদাচিৎ। বরং আমির খান, শাহরুখ খান কিংবা সালমান খানদের সিনেমায় অনেক সময় গুরুত্বহীন চরিত্রেও অবলীলায় অভিনয় করেন ক্যাটরিনা, দীপিকারা। এ ক্ষেত্রে তাপসী ব্যতিক্রম। প্রথম সারির অভিনেতাদের এড়িয়েই চলেন। আর প্রথম সারির অভিনেতারাও নাকি তাঁর সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাপসী বলেন, ‘শুধু বড় অভিনেতারাই নন, অনেক সময় নতুন অভিনেতারাও আমি থাকলে সিনেমায় যুক্ত হওয়ার আগে দুইবার চিন্তা করেন। ভাবেন, সিনেমাটি আমি পছন্দ করেছি মানে আমার গুরুত্ব বেশি। আসলে গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতে চাই না আমি।’
শিগগিরই ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ সিনেমায় নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। হাতে রয়েছে ‘দোবারা’, ‘ব্লার’-এর মতো একাধিক সিনেমা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫