হানিফ ফ্লাইওভারে সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রির মৃত্যু
নিহত মোজাম্মেলের সহকর্মী আতিকুজ্জামান ও কোরবান আলী জানান, মোজাম্মেলের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম আব্দুর কাদের খান। তাঁরা ওরিয়ন গ্রুপে কাজ করেন। সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই পেতে সেটিতে উঠে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন মোজাম্মেল।