নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বংশাল থানার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ মে) ভোরে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছায়। পরে সেটি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে পার্ক করা হয়।
বাসের হেলপার খাইরুল ইসলাম ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আরেক হেলপার কাকন ও তাঁর মামাতো ভাই আরব আলীও বাসে এসে ঘুমান। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বের হন তিনি।
পরে কাকন বাস থেকে নামলেও আরব আলী বাসের ভেতরে আটকা পড়েন। পাশে থাকা ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ আরব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। সে মামলায় রোববার ভোরে দক্ষিণ মান্ডা এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর বংশাল থানার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ মে) ভোরে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছায়। পরে সেটি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে পার্ক করা হয়।
বাসের হেলপার খাইরুল ইসলাম ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আরেক হেলপার কাকন ও তাঁর মামাতো ভাই আরব আলীও বাসে এসে ঘুমান। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বের হন তিনি।
পরে কাকন বাস থেকে নামলেও আরব আলী বাসের ভেতরে আটকা পড়েন। পাশে থাকা ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ আরব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। সে মামলায় রোববার ভোরে দক্ষিণ মান্ডা এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
৮ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (ওজন আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৫ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৫ ঘণ্টা আগে