Ajker Patrika

আওয়ামীপন্থী আইনজীবীদের জামিন স্থগিতই থাকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ১১: ৪২
ফাইল ছবি
ফাইল ছবি

বিগত সরকারের সময় সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই রাখলেন আপিল বিভাগে।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ স্থগিতাদেশ বহাল রেখে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ দেন।

এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গত ২৯ এপ্রিল জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এমকে রহমান ও মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ৬১ জন আইনজীবীকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন, যা চেম্বার আদালতে স্থগিত হয়। আজকে আপিল বিভাগ জামিন স্থগিত রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ আইনজীবীকে গত ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত