নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
ছাত্রদল নেতা–কর্মীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, সাম্য হত্যায় জড়িত বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের একটি নিরাপদ জায়গা। অথচ বিশ্ববিদ্যালয়ের পাশেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে খুন করা হলো। এই হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সাম্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বেলা ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
ছাত্রদল নেতা–কর্মীরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। এ সময় ছাত্রদলের নেতা–কর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, সাম্য হত্যায় জড়িত বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার করতে হবে।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের একটি নিরাপদ জায়গা। অথচ বিশ্ববিদ্যালয়ের পাশেই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে খুন করা হলো। এই হত্যার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সাম্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৪ মে সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম ১০-১২ জনের নামে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
পাঁচ দিন পর পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাতে উভয় পক্ষ এজাহার দুটি দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৮ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় একটি সাততলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়ার সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুরে সরেজমিনে দেখে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
১৬ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগেভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. শওকত আলীর আদালতে এক নারী ব্যাংক কর্মকর্তা মামলা করেন।
২২ মিনিট আগে