Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের ‘মার্চ টু যমুনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৫, ১৬: ২৬
মিছিল নিয়ে যমুনার দিকে পোশাকশ্রমিক-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা।
মিছিল নিয়ে যমুনার দিকে পোশাকশ্রমিক-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা।

বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছে গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টসপ্রতিষ্ঠান এবং আশুলিয়ায় অবস্থিত ছেইন অ্যাপারেলস লিমিটেডের গার্মেন্টসপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

‎এক মাস ধরে বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানগুলোর শ্রমিকেরা। দাবি আদায় না হওয়ায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। আজ দুপুরে শত শত শ্রমিক শ্রম ভবনের সামনে জড়ো হন। বেলা পৌনে ৩টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে থাকেন। তবে বেলা ৩টার দিকে কাকরাইল মসজিদের সামনে এসে মিছিলটি পুলিশের বাধা পায়।

‎এ সময় শ্রমিকেরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শ্রমিকেরা বলেন, তাঁদের বকেয়া বেতন দিতে হবে। নয়তো যমুনা থেকে ফিরে যাবেন না তাঁরা। গত ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে আর সেই বেতন দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত