ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজ
এবার ডেভিড ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। কদিন আগেই দিল্লি কাপিটালস তাদের ফেসবুক পেজে টিম বাসে ওয়ার্নার- ফিজের ভিডিও পোস্ট করেছিল। সেখানে ওয়ার্নার মোস্তাফিজকে বাংলায় বলেছিলেন,'কেমন আছ, আমি তোমাকে ভালোবাসি' এর জবাবে আজ মোস্তাফিজও ওয়ার্নাকে জানিয়ে দিলেন সেও ওয়ার্নারকে ভালোবাসে।