Ajker Patrika

মেলবোর্নে ইনিংস পরাজয়ের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা! 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৫
মেলবোর্নে ইনিংস পরাজয়ের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা! 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেন অথৈ সাগরে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ৩৭১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। সফরকারীদের সামনে এখন ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে। 

৩ উইকেটে ৩৮৬ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই ট্রাভিস হেডের উইকেট হারায় অজিরা। স্বাগতিকদের ইনিংসের ৯৪তম ওভারের তৃতীয় বলে হেডের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। ৫৫ বলে ৫১ রান করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ব্যাটার। ঠিক তার পরের বলে ডেভিড ওয়ার্নারকেও বোল্ড
করেন নরকিয়া, যেখানে ওয়ার্নার গতকাল ২০০ রান করার পর মাংসপেশিতে চোটে উঠে গিয়েছিলেন। নরকিয়ার জোড়া উইকেট শিকার করতে না করতেই আঘাত হানলেন কাগিসো রাবাদা। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট নেন রাবাদা। 

৩৯৫ থেকে ৪০০—এই ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও এক প্রান্ত আগলে খেলছিলেন অ্যালেক্স ক্যারে। টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন ক্যারে। ১৪৯ বলে ১১১ রান করেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। ৮ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। অজিদের ইনিংসে সর্বোচ্চ ২০০ রান করেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নরকিয়া। 

৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রানের খাতা খোলার আগেই ডিন এলগারের উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রোটিয়াদের স্কোর যখন ১ উইকেটে ১৫ রান, তখনই নামে বৃষ্টি। এরপর আর বৃষ্টিতে খেলা হয়নি। সারেল আরউই ৭ রানে এবং থিউনিস ডি ব্রুইন ৬ রান করে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত