Ajker Patrika

ইতিহাস গড়া ওয়ার্নারে দ্বিতীয় দিনটাও অস্ট্রেলিয়ার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৪: ১৯
ইতিহাস গড়া ওয়ার্নারে দ্বিতীয় দিনটাও অস্ট্রেলিয়ার

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ডেভিড ওয়ার্নারেরই। শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে ১৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। 

১ উইকেটে ৪৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া, যেখানে ২১ রানে হারিয়েছিল তাদের প্রথম উইকেট। ওয়ার্নার আজকে সাবলীল ব্যাটিং করতে থাকেন। ৭২ বলে করলেন ফিফটি। দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ১৪ রান করা লাবুশেন রানআউটের ফাঁদে কাটা পড়েন। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। তাঁকে নিয়ে তৃতীয় উইকেটে ২৩৯ রানের মহাকাব্যিক জুটি গড়েন ওয়ার্নার, যেখানে ৪৫তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে চার মেরে সাদা পোশাকে ২৫তম সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাতে দশম ব্যাটার হিসেবে শততম টেস্টে তিন অঙ্ক ছুঁলেন ওয়ার্নার। 

একটা সময় মনে হচ্ছিল, ওয়ার্নারের মতো স্মিথও সেঞ্চুরি পেতে যাচ্ছেন। তবে স্মিথের তিন অঙ্ক ছোঁয়া হয়নি। ৮৫ রান করা স্মিথকে ফিরিয়ে ২৩৯ রানের জুটি ভাঙেন এনরিখ নরকিয়া। স্মিথের বিদায়ের অল্প কিছুক্ষণ পরই ওয়ার্নার পেলেন সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৭৭তম ওভারের শেষ বলে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ করেন ওয়ার্নার। এত লম্বা ইনিংস খেলার পর স্বাভাবিকভাবেই ক্লান্তি গ্রাস করেছিল ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারকে ইতিহাস গড়ার পরপরই মাঠ ছাড়তে হয়েছিল।

শুধু ওয়ার্নারই নন, ক্যামেরন গ্রিনকেও আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০ বলে ৬ রান করে মাঠ ছেড়ে চলে যান গ্রিন। আর অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩৮৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৪৮ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন ট্রাভিস হেড। আর ৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত