Ajker Patrika

ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬: ৫৩
ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজ 

এবার ডেভিড ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। কদিন আগেই দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে টিম বাসে ওয়ার্নার-ফিজের ভিডিও পোস্ট করেছিল। সেখানে ওয়ার্নার মোস্তাফিজকে বাংলায় বলেছিলেন, 'কেমন আছ, আমি তোমাকে ভালোবাসি'। এর জবাবে আজ মোস্তাফিজও ওয়ার্নাকে জানিয়ে দিলেন তিনিও ওয়ার্নারকে ভালোবাসেন।

ফেসবুকে ওয়ার্নারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, 'আমিও তোমাকে ভালোবাসি ডেভিড ওয়ার্নার।' মোস্তাফিজ আর ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেলেছেন। তবু তাদের সম্পর্কে এতটুকুও ছেদ পড়েনি তা বোঝা যায় দুজনের খুনসুটি দেখলেই।

কলকাতার বিপক্ষে ম্যাচের দিন দিল্লির টিম বাসে সেরকমই খুনসুটি দেখা গিয়েছিল, যেখানে মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানিয়েছিলেন। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির।এখন পর্যন্ত খেলা চার ম্যাচের৷ দুটিতেই হেরেছে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত