অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
অ্যাডিলেডে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি-ছোঁয়া দূরত্বে থেকে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। ফিরেছেন ৯৫ রানে। এর আগে ব্রিসবেনে প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ান ওপেনার কাটা পড়েছিলেন ‘নড়বড়ে নব্বইয়ে’।
টানা দুই টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করে শতবর্ষী পুরোনো স্মৃতি জাগিয়ে তুললেন ওয়ার্নার। অ্যাশেজের ইতিহাসে ১০০ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই ইনিংসে ৯০ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন তিনি।
তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের সন্নিকটে এসেও ছোঁয়া হলো না, সেটিও পরপর দুই ইনিংসে। ড্রেসিংরুমমুখী হওয়ার সময় মেজাজ একটু চড়া থাকার কথা। ওয়ার্নারও ফিরেছেন মলিন মুখে। তবে ফেরার পথে হাসি ফুটিয়েছেন খুদে ভক্তের মুখে।
মাঠ ছেড়ে বেরোনোর সময় গ্লাভ জোড়া ছুড়ে দেন এক কিশোরের দিকে। সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে সে। ভিডিওতে দেখা গেছে, ওয়ার্নারের ‘অপ্রত্যাশিত’ উপহার পেয়ে শুরুতে বিস্মিত হয়ে পড়ে ভক্ত। যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিল না সে। ঘোর কাটতেই অবশ্য অট্টহাসিতে ফেটে পড়েছে সে।
যে গ্লাভস পরে টানা দুটি সেঞ্চুরি হাতছাড়া করেছেন, সেটি নিজের কাছে আর রাখতে চাননি। তাই সব রাগ গিয়ে পড়েছিল গ্লাভ জোড়ার ওপর। ছুড়ে ফেলা সেই গ্লাভসই হয়তো হয়ে থাকল খুদে ভক্তের জীবনের সেরা সংগ্রহ।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে