ডুমুরিয়ায় সরকারি খাল ভরাট করে বালু ব্যবসা
খুলনার ডুমুরিয়ায় এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল ভরাট করে বালুর ব্যবসা করছেন। এতে বর্ষা মৌসুমে ফসলি জমি, কবরস্থান ও বসতবাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে বালু ব্যবসায়ীর দাবি, তিন বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। তাতে কোনো সমস্যা হচ্ছে না, তাই ভবিষ্যতেও সমস্যা হবে না।