Ajker Patrika

ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি

খুলনার ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ইটভাটা শ্রমিক সমিতির আয়োজনে খর্ণিয়া বাজার ভদ্রদিয়া সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজার হাজার ইটভাটা শ্রমিকের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। ফলে শ্রমিকদের পথে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ অবিলম্বে ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি জানান তাঁরা। 

সমাবেশ চলাকালীন প্রায় এক ঘন্টা সড়কের দুই পাশের দোকান ও যান চলাচল বন্ধ থাকে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। 

উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, জুলফিকার আলী গাজী, রফিক মহলদার, জাহাঙ্গীর আলম, নার্গিস বেগম, মুজিবুল সরদার, গাজী শহীদ, গৌতম পাল, হরিপদ পাল, বিল্লাল হোসেন, মরিয়ম বিবি, মাহফুজা বেগম, পারভীন আক্তার, আয়রা বেগম, জোসনা বেগম, আলেয়া বেগম, খায়রুল সরদার, আলামিন সরদার, রেজাউল মোড়ল, ইমান আলী মোড়ল, ফজলু গাজী, হাফিজুর রহমান, রেজোয়ান হোসেন, আখেরাত সরদার প্রমুখ। 

উল্লেখ্য, সম্প্রতি খুলনার ডুমুরিয়ায় ১৪টি ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত