Ajker Patrika

বিদ্যালয়ের কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৫ সহপাঠী আটক

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ২১
Thumbnail image

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন একই বিদ্যালয়ের। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা ভারতীয় ‘ক্রাইম পেট্রোল’ সিরিয়াল দেখে উদ্বুদ্ধ হয়ে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশায় এমন ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

নীরব মন্ডলডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নীরব মন্ডল  (১২) বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নীরবের বাবার কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ একজনকে পরে আরও চারজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষ থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি। 

ওসি আরও বলেন, আটকেরা জানিয়েছে, ভারতীয় সিরিয়াল দেখে তারা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তারা বিদ্যালয় ছুটির পর নীরবকে ধরে ওই কক্ষে আটকে রাখে। পর তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে। একটা পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত