Ajker Patrika

ডুমুরিয়ায় নসিমন থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩: ১১
Thumbnail image

দোল পূজার রং ছিটাতে গিয়ে নসিমন থেকে ছিটকে পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটির নাম অঙ্কুশ মণ্ডল (৯)। সে কৃষ্ণনগর গ্রামের ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের লিটন মণ্ডলের ছেলে। 

স্থানীয়রা বলছে, দোল পূজা উপলক্ষে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অঙ্কুশ মণ্ডলসহ কিছু তরুণ ও শিশু একটি ইঞ্জিনচালিত নসিমনে চড়ে রং ছিটাচ্ছিল। তারা কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাসপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় অঙ্কুশ ওই ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। নসিমন থেকে ছিটকে পরে সে গুরুতর আহত হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত